ফরিদপুরের এনএসআইয়ের যুগ্ম পরিচালক করোনায় আক্রান্ত

প্রকাশ | ২১ জুলাই ২০২০, ১৭:২৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফরিদপুরের যুগ্ম পরিচালক শাহিদুজ্জামান করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।

জেলা সিভিল সার্জন ছীদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ জুলাই শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি ফরিদ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করলে গত ১০ জুলাই রিপোর্ট পজেটিভ আসে। এরপর সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

ফমেকের পরিচালক সাইফুল ইসলাম জানান, ১৭ জুলাই শাহিদুজ্জামানের নিউমোনিয়া দেখা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

বর্তমানে এনএসআইয়ের এই কর্মকর্তা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাবিন ব্লকের ৫১০ নং রুমে চিকিৎসাধীন রয়েছে। তিনি রোগমুক্তির জন্য সকলের কাছে সৃষ্টি কর্তার দরবারে প্রার্থনা কামনা করেছেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন,  ‘এনএসআই কর্মকর্তা শাহিদুজ্জামান যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

প্রসঙ্গত, ফরিদপুরে এ পর্যন্ত ৪১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫৬৭ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের।

(ঢাকাটাইমস/২১জুলাই/পিএল)