বোয়ালমারীতে আইন অমান্য করায় করোনা রোগীকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১৭:৪৪

ফরিদপুরের বোয়ালমারীতে আশরাফুজ্জামান ফটু নামে করোনা আক্রান্ত এক ব্যাবসায়ী লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

আদালত সূত্রে জানা গেছে, বেয়ালমারী পৌর বাজারের স্টেশন রোডে 'আমেনা এন্টারপ্রাইজ' নামে ওই ব্যাবসায়ীর একটি টিনের দোকান রয়েছে। তিনি গত ১৫ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ জুলাই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর ওই দিনই তার বাড়ি লকডাউন করার পরও তিনি লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখেন। পরে গোপন খবরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯/২৭১ ধারা মোতাবেক তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :