ফরিদপুর শহর রক্ষা বাঁধে চলাচল শুরু

প্রকাশ | ২১ জুলাই ২০২০, ১৭:৫৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর শহর রক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে যোগাযোগ পুনঃস্থাপিত করা হয়েছে। তবে এ বাঁধের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আরো সময় লাগবে।

গত রবিবার সকালে শহরতলীর সাদিপুরে সড়কটির ৩০ মিটার অংশ বানের জলে ভেসে গিয়ে প্লাবিত করে পাঁচটি গ্রাম।

এছাড়াও ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়ায় হুমকির মুখে রয়েছে আশপাশের জনবসতি।

মঙ্গলবার দুপুরে বাঁধের মেরামত হওয়া অংশ পরিদর্শনে যান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতারা।

সুলতান মাহমুদ বলেন, বাঁধের ওই অংশটি ভেঙে যাবার পর থেকে দুই দিনের নিরলস প্রচেষ্টায় আমরা সবাই মিলে বাঁধটি মেরামত করতে সম্পন্ন হয়েছি।

জেলা প্রশাসক বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ সড়ক ও শহর রক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে মানুষের পায়ে হেটে  ও হালকা যানবাহন নিয়ে চলাচলের উপযোগী করে তুলতে পেরেছি। আরো যেসব জায়গায় বাঁধটি দুর্বল আছে, সেখানে কাজ চলছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/কেএম)