প্রণোদনার বিকল্প নেই সিরাজগঞ্জের তাঁত শিল্পের

রানা আহমেদ, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১৮:১৫

ঈদ-উল-আযহা আর কয়েক দিন পরেই। অন্যান্য বছর এই সময়টাতে ব্যস্ততা থাকে সিরাজগঞ্জের তাঁত পল্লীতে। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন চিত্র। জেলার প্রায় সব তাঁত কারখানা বন্ধ হয়ে আছে। বেকার হয়ে পড়েছেন এ শিল্পে জড়িত লাখো শ্রমিক। বিপাকে পড়েছেন মালিকরাও। গত পহেলা বৈশাখ থেকে গেল ঈদ-উল-ফিতর পর্যন্তই এই খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। সরকারি প্রণোদনা ও চলতি ঋণের সুদ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, সদর, কামারখন্দ, বেলকুচি, রায়গঞ্জ, চৌহালী, কাজিপুরে তাঁত কারখানার সংখ্যা প্রায় ১ লাখ ৩৫ হাজারের অধিক। এই শিল্পে জড়িত আছে ৮ থেকে ৯ লাখ শ্রমিক, মালিক ও কর্মচারি। এখানকার উৎপাদিত শাড়ি, লুঙ্গী, গামছা দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি হয়। বিশেষ করে উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, পাঁচলিয়া বাজারে সাপ্তাহে দুই দিন বিশাল কাপড়ের হাট বসে। এসব হাটে লাখ লাখ টাকার কাপড় বিক্রি হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, দেশের অন্যতম তাঁত অধ্যুষিত এলাকা সিরাজগঞ্জ জেলা। প্রতি বছর এ জেলায় হস্ত চালিত তাঁত থেকে প্রায় ২৩ কোটি মিটার বস্ত্র উৎপাদন হয়ে থাকে।

সদর উপজেলার তাঁত ব্যবসায়ী আব্দুল আওয়াল হোসেন বলেন, ‘তাঁতের ব্যবসা নাই। ঈদুল আযহায় ব্যবসায়ীরা আশা করে থাকে ভালো ব্যবসা হবে। কিন্তু করোনাভাইরাস তাঁতীদের সেই স্বপ্ন শেষ করে দিয়েছে। শুধু ব্যবসায়ীরা না শ্রমিকরাও পড়েছেন বিপাকে। ব্যাংক ঋণ কিভাবে শোধ করব তা নিয়ে চিন্তাই আছি।’

কামারখন্দ উপজেলার দোগাছী গ্রামের তাঁত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘পহেলা বৈশাখ থেকে শুরু করে ঈদুল আযহা পর্যন্ত তাঁতের ব্যবসা হয় জমজমাট। কিন্তু করোনার কারণে বাংলা নববর্ষ ও ঈদে কোনো ব্যবসা করতে পারিনি।’

বেলকুচি উপজেলার তাঁত শ্রমিক সুজন মিয়া বলেন, ‘করোনার কারণে নিঃশব্দ হয়ে পড়েছে তাঁত পল্লী। আমরা ক্ষতির মুখে পড়েছি। প্রতিমাসে আমরা ৮-৯ হাজার টাকা ইনকাম করতাম সেই পথটি বন্ধ হয়ে গেছে। আমরা বেকার হয়ে পড়ে আছি।’

সিরাজগঞ্জ তাঁত মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডলুম ও পাওয়ার লুম অনার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী বদি-উজ্জামান বলেন, ‘বৈশাখ থেকে শুরু করে দুইটি ঈদ পর্যন্ত তাঁত শিল্পে ক্ষতি হয়েছে ৩০০ কোটি টাকা। সেই ক্ষতি মাথায় নিয়েই স্বাস্থ্যবিধি মেনে কিছু কারখানা খোলা হয়েছে। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমরা হিমশিম খাচ্ছি।’

এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ব্যাংক ঋণের সুদ মওকুফসহ প্রণোদনা দাবি করেছেন তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহম্মেদ জানান, তাঁত শিল্পের বর্তমান অবস্থার বিষয়টি উল্লেখ করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/জুলাই ২১/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :