ভারতে অফিস খুলছে জুম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ০৯:০৪

করোনা মহামারির কারণে ভিডিও কনফারেন্সিং অ্যাপস ব্যবসার রমরমা অবস্থা। এই সুযোগেই ভারতীয় বাজারে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ফেলেছে প্রতিষ্ঠানটি। এবার বেঙ্গালুরুতে একটি টেকনোলজি সেন্টার বা প্রযুক্তি কেন্দ্র খুলেছে জুম।

আমেরিকান কোম্পানিটির প্রোডাক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রেসিডেন্ট ভেলচ্যামি শংকরলিঙ্গম বলেন, ‘আমাদের কাছে বিশ্বমানের কর্মীরা রয়েছেন। তবে বাজারের চাহিদা বুঝে নিজেদের কাজও বাড়াতে হবে। আর আমাদের অভিজ্ঞতা বলছে, ভারতেরই সেরা প্রতিভা লুকিয়ে রয়েছে। তাই জুমের ইঞ্জিনিয়ারিং লিডারশিপের সাপোর্টের জন্যই বেঙ্গালুরুতে নতুন সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।’

বেঙ্গালুরুতে নয়া অফিস খোলার অর্থ এই বাজারে অনেকেরই কর্মসংস্থান হবে। জুমের তরফে জানানো হয়েছে, তারা ডেভেলপার, ইঞ্জিনিয়ার, আইটি, সিকিওরিটি নিয়োগ করবে। বিজনেস অপারেশনসের জন্যও কর্মী নিয়োগ করা হবে। শিগগিরই নিয়োগের প্রক্রিয়া চালু হবে বলেও জানান শংকরলিঙ্গম।

(ঢাকাটাইমস/২২জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা