সিংড়ায় বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ১৬:৩৯

নাটোরের সিংড়ায় বন্যা আশ্রয় কেন্দ্রে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের চকসিংড়ার টিবিএম কলেজে বন্যায় আশ্রিত ৯৮টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ইউএনও নাসরিন বানু ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, টিবিএম কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, বন্যার কারণে এখন পর্যন্ত সিংড়া উপজেলার ১৪টি আশ্রয় কেন্দ্রে সহস্রাধিক লোক আশ্রয় গ্রহণ করেছে। সকলকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :