নারী সহকর্মীর আইসিটি আইনের মামলায় সাংবাদিক সুমন গ্রেপ্তার

প্রকাশ | ২২ জুলাই ২০২০, ১৭:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ইমরান হোসেন সুমন (ফাইল ছবি)

নারী সহকর্মীর দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মীর মোদাচ্ছের হোসেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, এটিএন নিউজের একজন সংবাদ পাঠিকা সাংবাদিক সুমনের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানহানির অভিযোগ এনে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন। সেই মামলায় সুমনকে গ্রেপ্তার করে পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

সামাজিক যোগাযাগ মাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বিভিন্ন তথ্য প্রচার এবং ছবি ছড়ানোর অভিযোগে গত ১২ জুলাই পল্লবী থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন ওই সংবাদ পাঠিকা। তখন এজাহারে কোনো আসামির নাম উল্লেখ ছিল না। 

পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। তদন্তে ডিবি সাংবাদিক সুমনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি)