দুর্ভোগে জামালপুরের বানভাসীরা

প্রকাশ | ২২ জুলাই ২০২০, ২০:৪৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দফায় দফায় বন্যার কবলে পড়ে চরম দুর্ভোগে দিন কাটছে জামালপুরের প্রায় ১০ লাখ বানভাসী মানুষের। যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চারদিকে শুধু পানি আর পানি। তলিয়ে আছে বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

প্রায় এক মাসেও বাড়ি ফিরতে না পারায় শুকনো খাবার, খাবার পানি ও গো-খাদ্যের সংকটে পড়েছে কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী পরিবারসহ নিম্নআয়ের লাখো পরিবার। তাদের ভাগ্যে মাত্র ৮/১০ কেজি চাল ছাড়া কিছুই জোটেনি।

আবার ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে অনেক পরিবারের। স্থানীয় প্রশাসনের অপ্রতুল ত্রাণ সহায়তায় আর অর্থ সংকটের কারণে এক বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে অনেক দিনমজুর পরিবারের।

তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, বন্যার্তদের দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকলকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

এদিকে সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে স্নেহা আক্তার নামে ২ বছর

বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩ দফা বন্যায় পানিতে ডুবে পুরো জেলায় নারী, শিশু ও মুক্তিযোদ্ধাসহ ২০ জনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)