দিনাজপুরে করোনায় আরো তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২২:৫৬

দিনাজপুরে করোনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আরো ২৩ জনের।

অন্যদিকে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ১৩০৮ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, করোনার আক্রান্ত হয়ে জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টায় মোফাজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনা উপসর্গ নিয়ে ১৭ জুলাই হাসপাতালে ভর্তি হলে ২১ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মোফাজ্জল হোসেনের বাড়ি চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী বোর্ড স্কুল সংলগ্ন নাঠুয়াপাড়া গ্রামে।

অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুদ পারভেজ (৪৮) নামে এক মৃত ব্যক্তির আজ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। মৃত মাসুদ পারভেজ দিনাজপুর শহরের বালুয়াডাংগা এলাকার আবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। এছাড়াও পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা নুরুল হকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে আজ। তিনি ২১ জুলাই করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যায়।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০৮টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে করোনায় ৩৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে দিনাজপুর সদরে ২৬ জন, বিরলে ৩ জন, বিরামপুরে ৩ জন, পার্বতীপুরে একজন এবং খানসামায় একজন রয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়েছে ১৩০৮ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২৭ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

আজ ২০ জনসহ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭৮৬ জন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :