উল্লাপাড়ায় পানিবন্দি হাজার হাজার মানুষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ০০:২৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, প্রবল বর্ষণে যমুনা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের বেশিরভাগ বাসিন্দাই পানিবন্দি হয়ে পড়েছেন।

যমুনার পানি বৃদ্ধির ফলে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া ও ফুলজোড়সহ অসংখ্য খাল বিল এখন পানিতে ফুসে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক দিনের টানা বর্ষণে বন্যার পানি ধেয়ে আসায় দিশে হারা হয়ে পড়েছে উল্লাপাড়াবাসী।

উপজেলার প্রায় বেশ কয়েকটি ইউনিয়নে ইতি মধ্যেই মেঠো পথ, রাস্তা ঘাট, ফসল ফসলী জমি, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। বেগুন মরিচ শাক সবজিসহ বিভিন্ন তরি তরকারীর আবাদ এখন পানির নিচে। মোহনপুর বিল, ধরাইল বিল, বাঙ্গালার ফলিয়ার বিল, উল্লাপাড়ার বাকুয়ার বিল, হাটিকুমরুল শাওপাড়া বিল, মাটিয়াল বিল, ধুবিলের বেতুয়া বিল, সলঙ্গার বনবাড়িয়া বিল, রামকৃষ্ণ পুরের কচিয়ার বিল পানিতে থৈ থৈ করছে।

উপজেলার মোহনপুর, ধরাইল, আঙ্গারু, বিষ্ণপুর, হরিণ চড়া, দবিরগঞ্জ, বনবাড়িয়া, বেতুয়া, রশিদপুর, কাশিনাথপুর, দাদনপুরসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য মাছের পুকুর। বন্যার পানি বৃদ্ধির ফলে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গো খাদ্যের সংকটও দেখা দিয়েছে। বন্যা কবলিত এসব মানুষদের হাতে তেমন কাজ না থাকায় আসন্ন ঈদুল আজহার এই মুহুর্তে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

এদিকে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী হাতে পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :