পলাশে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল শিশুর

নরসিংদী প্রতিনিধি , ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৬:১৯ | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ১৬:১৫

নরসিংদীর পলাশে নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়া ট্রাকের চাপায় ঝিনুক নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ চারজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ভোরে গাজীপুর থেকে নরসিংদী যাবার পথে রসুন ভর্তি ট্রাকটি ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঝিনুক (৭) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঝিনুকের বাবা শফিক মিয়া (৪২), মা রুমা বেগম (৩২), বড় বোন শাহাজাদী (১৬) ও নানা নূর হোসেন (৬৫)।

খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক বা হেলপারকে আটক করা যায়নি। চালক-হেলপারের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :