পানিতে নেমে বেদে পল্লীতে খাবার পৌঁছে দিলেন মেয়র

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ১৯:১৭

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ময়লা গলা পানিতে নেমে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

বৃহস্পতিবার শহরের পারসিংড়ার বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, ময়লাযুক্ত গলা পানিতে নেমে পানিবন্দি হতদরিদ্র মানুষের খোঁজ-খবর নিচ্ছেন মেয়র। কর্মহীন পরিবারের হাতে তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রীর প্যাকেট।

এদিকে জেলার সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা সিংড়া পৌরসভা। আর এই করোনাভাইরাস ও কোন রোগ-বালাইকে তোয়াক্কা না করে বন্যার্ত কর্মহীন মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সিংড়ার পৌর মেয়র।

এর আগে বৈশ্বিক করোনাভাইরাস কারণে ঘর ছেড়ে দীর্ঘ দেড় মাস পৌরসভার একটি কক্ষে অবস্থান নিয়ে অসহায় মানুষের সেবা করায় একজন যোগ্য নগর পিতা বলে সুনামও অর্জন করেন মেয়র ফেরদৌস।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, ভয়াবহ বন্যায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি সিংড়া শহরকে রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সচেতনও করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)