চুয়াডাঙ্গায় সেফটিক ট্যাংকে নেমে যুবক-যুবতীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:০০ | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২০:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেফটিক ট্যাংক থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।

নিহতরা হলেন- ওই গ্রামের মুদি দোকানি এরশাদুল ইসলামের মেয়ে আসমা খাতুন (১৬) ও একই গ্রামের মতলেব মন্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২৭)।

স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা বাজারের মুদি দোকানি এরশাদুল ইসলামের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে বৃষ্টির পানি জমেছিল। বিকালে সেই পানি পরিষ্কার করতে ট্যাংকে নামে তার মেয়ে আসমা খাতুন। উপরে উঠতে না দেখে কিছুক্ষণ পর ওই ট্যাংকে নামে দোকানের কর্মচারী হাসিবুল ইসলাম। দুজনের কোন সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ওই সেফটিক ট্যাংক থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, সেফটিক ট্যাংকে নেমে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :