টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২০:৫৯

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ‘রক অ্যান্ড রোল অ্যাপারেলস' নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত ওই কারখানার সামনের সড়কে লাল নিশান উড়িয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ নিয়ে টানা তিনদিন যাবৎ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলনকালে কারখানার মালিক ভাড়াটে লোকজন দ্বারা তাদের উপর হামলা চালায়। এতে দুইজন শ্রমিক আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :