সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২১:৩৫

সুনামগঞ্জের সদর উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাধনা দে (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই নারী সুনামগঞ্জের প্রায়ত হোমিও চিকিৎসক কেতকী রঞ্জন দে ওরফে খোকার স্ত্রী। বুধবার রাতে শহরের জামাইপাড়ায় নিজ বাসায় তিনি মারা যান।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সাধনা দে’র বাসা থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে। ১৯ জুলাই তার টেস্টে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। এরপর পরিবারের সদস্যদেরকে বললেও তারা তাকে হাসপাতালে নেননি।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সাধনা দে’র পরিবারের আরও পাঁচজন সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। তারা বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :