বেনাপোলে কাস্টমস হাউসে বিনামূল্যে মাস্ক বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২০, ২৩:১৫

সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করার পরপরই বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসে স্টেক হোল্ডারদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস কমিশনার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন কাস্টমসের যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম, ডেপুটি কমিশনার এস এম শমীমুর রহমান, ডিসি পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার উওম চাকমা, মুরশিদা খাতুন, আকরাম হোসেন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি খাইরুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, কাস্টমস বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, আলমগীর সিদ্দিকী , শাহাবউদ্দিন, ফারুক হোসেন উজ্জল, সাজ্জাদুল ইসলাম সৌরভ, আমিনুল হক আনু, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

বন্দর ব্যবহারকারী কাস্টমস সিএন্ডএফ এজেন্টস স্টাফদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। কাস্টমস হাউজে মাস্ক ছাড়া কাউকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :