বানভাসীদের পাশে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৬:৩২

সম্প্রতি দ্বিতীয় দফা বন্যায় ফরিদপুরের সাত উপজেলার ৫৪১টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জেলায় পানিবন্দি হয়েছে দেড় লক্ষাধিক মানুষ।

গত ২৪ ঘণ্টায় আবারোও ফরিদপুরের পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকায় এ পানি প্রবেশ করছে।

জেলার ১১টি সরকারি আশ্রয় কেন্দ্রে সাত হাজার মানুষ তাদের গৃহপালিত পশু-পাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও প্লাবিত এলাকায় বিভিন্ন উঁচু সড়ক ও বেড়িবাঁধে আরো কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের কাদেরিবাজার জায়গায় বেড়িবাঁধে আশ্রয় নেওয়া পানিবন্দি এক হাজার মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাব্লু, আলী আজগর মানিক, তোফাজেল হোসেন, জাকির হোসেন প্রমুখ।

ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা আলী আজগর মানিক জানান, আওয়ামী লীগ নেতা শামিম হকের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের আয়োজনে আমরা এক হাজার পরিবারকে চাল, ডাল, তেল, আলু, লবণ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত বুধ ও বৃহস্পতিবার পদ্মার পানি একটু কমলেও শুক্রবারের তা আবার বেড়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :