চিরিরবন্দরে দেড় হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৭:৪২

দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলার ইউএনও আয়েশা সিদ্দীকা।

শুক্রবার বিকেলে উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি হাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে অভিযান চালিয়ে এসব জাল ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায় ও ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন।

এ বিষয়ে ইউএনও আয়েশা সিদ্দীকা জানান, দেশি ও পোনা মাছ রক্ষার জন্য সচেতনততামূলক কার্যক্রম অব্যাহত আছে। কেউ এসব সচেতনতামূলক কার্যক্রমের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :