খাগড়াছড়িতে পল্লী চিকিৎসককে 'হত্যা'

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৯:৩১ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১৯:২৮

খাগড়াছড়িতে নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

নিহত নুর মোহাম্মদ জেলার মাটিরাঙ্গার চিকিৎসক ছিলেন। মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় তার একটি ফার্মেসি ছিল।

নিহতের স্ত্রী জোহরা আক্তার জানান, শুক্রবার ভোরে পাহাড়ী তিন যুবক এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতে আসে। তিনি এত ভোরে যেতে অপারগতা প্রকাশ করতেই তারা অনুনয়-বিনিনয় করেন। এক পর্যায়ে তিনি যেতে রাজি হয় এবং তাদের সঙ্গে বের হয়। এর কিছুক্ষণ পর থেকে মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যাচ্ছিল না।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ নূর জানান, এ ঘটননায় ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করা হয়নি।

এদিকে বাঙ্গালী সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

(ঢাকাটাইমস/২৪জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :