সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ২১:২২

বন্যায় ক্ষতিগ্রস্থ আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা শাখা। শুক্রবার বিকেল ৫টায় সিংড়া বাজারের গাইনপাড়া ও পরানহাটি মহল্লার বন্যার্তদের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজিসহ অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগে আমি আপনাদের পাশে আছি। আমি বেঁচে থাকতে আপনারা কেউ না খেয়ে থাকবেন না। আপনাদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব আমার।’

পরে সিংড়া কাঁচা বাজারের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :