দিনাজপুর করোনায় আরো একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ২২:৪৯

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরো ২৪ জন।

অন্যদিকে সোনালী ব্যাংকের দুজন স্টাফ ও এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা এক হাজার ৩৬৭ জন। দিনাজপুর জেলা সিভিল সার্জন ড.আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজাপুর এলাকার রবিন (৬৫) করোনা আক্রান্ত হয়ে ২৩ জুলাই রাতে নিজ বাড়িতে মারা যান। ১৮ জুলাই তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০৪টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে শুক্রবার করোনায় ৩০ জন এর রিপোর্ট পজেটিভ এসেছে।

শুক্রবার ১৯ জনসহ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৮২৭ জন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :