প্রকাশিত হলো সনজীদা খাতুন সম্মাননা-সংকলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ১৭:৪৮

বাংলার বরেণ্য সংস্কৃতিসাধক সনজীদা খাতুনে সম্মানে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। গত ৪ এপ্রিল ছিল মহৎ এই মানুষটির ৮৭-তম জন্মদিন। এ উপলক্ষে সম্প্রতি প্রকাশ হয়েছে বড়ো বিস্ময় লাগে হেরি তোমারেসনজীদা খাতুন সম্মাননা-স্মারক। গ্রন্থটি সম্পাদনা করেছেন কথাশিল্পী আবুল আহসান চৌধুরী ও কবি-প্রাবন্ধিক পিয়াস মজিদ। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা শোভা প্রকাশ

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। এই গ্রন্থে শঙ্খ ঘোষ, সরদার ফজলুল করিম, সাইফুদ্দৌলা, আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম, দেবেশ রায়, হাসান আজিজুল হক, সুধীর চক্রবর্তী, হুমায়ুন আজাদসহ সনজীদা খাতুনের পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং দুই বাংলার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের রচনা স্থান পেয়েছে। গ্রন্থে সংযুক্ত হয়েছে সনজীদা খাতুনের প্রামাণ্য জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি।

স্মারকগ্রন্থটির সম্পাদক কবি পিয়াস মজিদ ঢাকাটাইমসকে বলেন, ‘সনজীদা খাতুন আমাদের শিল্প-সংস্কৃতির আঙ্গিনার একটি আলোকদ্বীপের নাম। যার সারাটি জীবন নিয়োজিত ছিল শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশে। মননশীল সমাজ গঠনে নিরলস কাজ করে গেছেন মহান এই মানুষটি। এই স্মারকগ্রন্থকে স্বার্থক করা লেখাগুলোতে ব্যক্তি সনজীদা খাতুনের পাশাপাশি তার অসামান্য কর্মজীবনের নানাদিক উঠে এসেছে। যা চিন্তাশীল, অগ্রসর পাঠকের জানার আগ্রহপূরণে সক্ষম হবে বলে মনে করছি।’

গ্রন্থটি সংগ্রহ করা যাবে শোভা প্রকাশ-এর প্রধান বিক্রয়কেন্দ্র (৩৮/৪, মান্নান মার্কেট, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০) এবং অনলাইনে http:// rokomari.com/shovaprokash অর্ডার করে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :