গফরগাঁওয়ে করোনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

প্রকাশ | ২৫ জুলাই ২০২০, ২০:১৮

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রাণসংহারি করোনাভাইরাসে ময়মনসিংহের গফরগাঁওয়ে আবুল কালাম আজাদ (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাসা গফরগাঁও পৌর শহরের হাসপাতাল রোড বাইলেন এলাকায়। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছিলেন।

গত ১৬ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হলে ২২ জুলাই তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান মানিক বলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পজিটিভ শনাক্ত হওয়ার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে সর্তকতার সহির দাফন সম্পন্ন হয়েছে।

সরকারি হিসাব বলছে এ পর্যন্ত গফরগাঁও উপজেলায় ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । সুস্থ হয়েছেন ৬৪ জন । আর মারা গেছেন দুজন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/কেএম)