জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত

প্রকাশ | ২৫ জুলাই ২০২০, ২০:৫১

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। দীর্ঘ ২৫ দিনের বন্যায় চরম দুর্ভোগে আছেন জেলার প্রায় ১০ লাখ পানিবন্দি মানুষ। খাদ্য সংকটে রয়েছে লাখো দিনমজুর ও নিম্নআয়ের পরিবার। তাদের অভিযোগ, খাদ্য সংকটে থাকলেও প্রয়োজনীয় সরকারি ত্রাণ সহায়তা পাচ্ছে না তারা।

এদিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, শনিবার বেলা ৩টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ২৮ জুলাই পর্যন্ত যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে জামালপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। যার ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি।

তবে বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঈদ উপলক্ষে বানভাসী প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। এছাড়া পানিবন্দি মানুষের জন্য প্রতিদিন রুটি, রান্না করা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে। বন্যার কারণে কেউ অভুক্ত থাকবে না বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জুলাই/পিএল)