ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নিমিষেই গিলছে সড়ক

প্রকাশ | ২৫ জুলাই ২০২০, ২৩:১৩

আজহারুল হক, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে একটি পাকা সড়ক বিলীন হতে চলেছে। যে কোন সময় প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র এ সড়কটি ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

শনিবার সকালেই নদে বিলীন হয়ে গেছে সড়কটির অন্তত ৫০ মিটার। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামও নদের গর্ভে চলে গেছে। চোখের পলকে সড়কটি ভাঙলেও এলাকার লোকজনের চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই।

শনিবার এ দৃশ্য চোখে পড়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্রের কোলঘেঁষা গ্রামটির ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলইজিডি) একটি সড়ক রয়েছে। পাকা এই সড়কটি নদের ভাঙনের মুখে থাকায় নিমিষেই তা বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে পুরো এলাকা। এই সড়কের অন্তত ৫০ মিটার পাকা সড়ক শনিবার সকালেই নদে বিলীন হয়। সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ২০ হাজার মানুষের দুর্বিসহ জীবন শুরু হবে।

সড়কটির ভয়াবহ ভাঙনের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ছুটে যান। পরিদর্শন করেন ভাঙন এলাকা।

তিনি বলেন, বাকি সড়কটি ভাঙা থেকে রক্ষা ও দ্রুততম সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)