ভালুকা হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ২৩:৩১

ময়মনসিংহের ভালুকার জনপ্রিয় কমিউনিটি ফেসবুক গ্রুপ ‘ভালুকা হেল্পলাইন’ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ, বনজ ও ওষুধি প্রায় অর্ধশত গাছের চারা রোপণ করা হয়।

এ সময় ‘ভালুকা হেল্পলাইন’ এর প্রতিষ্ঠাতা এডমিন ইমন তালুকদার সাগরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি লাল মিয়া, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খাঁন প্রমুখ।

অন্যদের মধ্যে আরও ছিলেন, গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মিয়া, আতিকুল ইসলাম, আব্দুল মোতালেব ও রাছেল আহাম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের সভাপতি আকাশ মন্ডল টুটুল, ‘ভালুকা হেল্পলাইন’ এর স্বেচ্ছাসেবক রিয়াদ আমান, আমিরুল ইসলাম, প্রাণ কৃষ্ণ সরকার জনি, মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :