বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ

প্রকাশ | ২৬ জুলাই ২০২০, ০৬:৫৪

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

শনিবার রাত সোয়া ১১ টার দিকে সেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতু উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. মনির আহমেদ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৫৭) ট্রেনটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে বিরতি শেষে সেতুর উপরে ওঠার আগে চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। রেললাইন সচল হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধরণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এমআর