কুমেক হাসপাতালে করোনায় তিন মৃত্যু, উপসর্গে আরও ৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ১৮:৪৫

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের আইসিউতে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে হাসপাতালের পরিচালক মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত দুইজন হলেন- চাঁদপুরের শাহরাস্তির মোহাম্মদ উল্লাহ ছেলে আবদুল কাদের (৫৮) এবং কুমিল্লার চান্দিনার হারং এলাকার রওশন আলীর ছেলে আবদুল মমিন (৭০)।

আর উপসর্গ নিয়ে মৃত তিনজন হলেন- কুমিল্লার বুড়িচংয়ের মৃত খন্দকার মোকলেসের স্ত্রী বেগম লুৎফর নাহার (৬২), একই উপজেলার ষোলনল এলাকার মৃত আলকাছের ছেলে আবু হানিফ (৫৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাহবুবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ।

এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লায় এ পর্যন্ত ৫১৭৩ জন করোনা রোগ শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১১০ জন। মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

(ঢাকাটাইমস/২৬জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :