মৃত মায়ের বিধবা ভাতা চার বছর ধরে তুলছেন ছেলে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ১৯:৫৪

মায়ের মৃত্যু হয়েছে চার বছর আগে। অথচ সেই মায়ের নামে বিধবা ভাতা চার বছর ধরে ব্যাংক থেকে উত্তোলন করে দিব্যি ভোগ করছেন ছেলে। সম্প্রতি এমন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। ছেলের নাম শহিদুল হক বাচ্চু চকিদার (৫০)। বাচ্চু উপজেলার দাসপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন।

উপজেলার বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের শেরেই বাংলা সড়ক এলাকার বাসিন্দা ইউনুস মুন্সীর স্ত্রী ময়ফুল বেগম উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উপকার ভোগী হিসেবে নিয়মিত বিধবা ভাতা পেতেন। ময়ফুল বেগম ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর ময়ফুল বেগমের মৃত্যুকে গোপন রেখে অসুস্থ বলে তার ছেলে বাচ্চু চকিদার নিজেকে নমিনী করে মৃত মায়ের বিধবা ভাতা সোনালী ব্যাংকের স্থানীয় শাথা থেকে নিয়মিত উত্তোলন করছেন। সর্বশেষ জুন মাসেও সোনালী ব্যাংকের বাউফল শাখা থেকে ভাতার টাকা উত্তোলন করেন তিনি।

প্রতারনা করে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বাচ্চু প্রতারনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :