পদ্মায় নৌ দুর্ঘটনারোধে বিলীন ভবনের পাশে দেয়া হলো বয়া

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ২০:০৬

চাঁদপুরের রাজরাজেশ্বরের পদ্মা নদীতে নৌ দুর্ঘটনা রোধে ডুবন্ত স্কুল কাম সাইক্লোন শেল্টারের পাশে বসানো হয়েছে একটি রেক বয়া। রবিবার সকালে ভবনের ভেসে থাকা মাস্তুলে বিপদ সংকেত দেখিয়ে দেয়া হয় লাল নিশানা এবং পাশেই বসানো হয় বয়াটি। এতে করে ওই স্থানে দুর্ঘটনার আশঙ্কা কমলো।

ভবনটি নদীতে পুরোপুরি তলিয়ে যাওয়ার তিনদিন পর নেয়া হলো এ ব্যবস্থা।

বিআইডাব্লিউটিএর যুগ্ম উপপরিচালক নৌপথ মাহমুদুল হাসান বলেন, ভবনটি রাজরাজেশ্বরের পদ্মায় পড়েছে গত কয়েকদিন আগে। কিন্তু আমরা তেমন প্রস্তুত ছিলাম না। পরে আমাদের বিষয়টি সংবাদ মাধ্যম ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানানোর পর ওই স্থানে নৌদুর্ঘটনা রোধে একটি রেক বয়া ও লাল নিশানা দিয়েছি। এটি চাঁদপুরেই ছিল। এটি নদীতে দিনেতো দেখা যাবেই, রাতেও দেখা যাবে।

এদিকে রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের উপরের কিছু অংশ দেখা যায়। কোনো জাহাজ যদি এর উপর দিয়ে যায় তাহলেতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

তিনি বলেন, এ রুট দিয়ে মালবাহী জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা ভাঙনে গত ২৩ জুলাই পুরোপুরি বিলীন হয়ে যায় দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি। গত কয়েক দিনের ভাঙনে ভবন এলাকার চারপাশে নদীগর্ভে চলে যায়। ভবনটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৬জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :