একদিন পর ভেসে উঠলো যশোরে নিখোঁজ ডুবুরির লাশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৩৭ | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ২১:১৮

যশোরের অভয়নগর নওয়াপাড়া নৌ বন্দরের তারানা ঘাটে নিখোঁজ ডুবুরি নাঈম হোসেনের (৩৫) লাশ একদিন পর ভেসে উঠেছে। শনিবার সন্ধ্যা ৭টার সময় ওই ঘাটে নোঙ্গর করা একটি জাহাজের তলা থেকে লাশটি ভেসে উঠে। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়৷

এর আগে শুক্রবার দুপুর ১টায় ঘাটে জাহাজ নোঙ্গর করার জন্য স্থাপিত একটি ত্রুটিপূর্ণ হেলে পড়া পিলার নদী থেকে অপসারণের কাজ করতে গিয়ে নাঈম হোসেন নিখোঁজ হয়েছিলেন। তিনি খুলনার গল্লামারি এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, নাঈম হোসেন পেশাদার ডুবুরি না। নদীতে হেলে পড়া একটি পিলার উঠাতে খুলনা থেকে চারজন সাধারণ ডুবুরি আনায় ঘাট মালিক কর্তৃপক্ষ। সকাল বেলা ১১টা থেকে ১টার মধ্যে তারা পিলার উঠানোর কাজ করার সময় তারা প্রচণ্ড স্রোতের কবলে পড়েছিলেন। এসময় তিনজন ডুবরি তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন নাঈম। এরপর নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :