কলেজের সভাপতি পদ থেকে সাংসদরা বাদ

প্রকাশ | ২৭ জুলাই ২০২০, ১৮:১৪ | আপডেট: ২৭ জুলাই ২০২০, ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদ থেকে সংসদ সদস্যদের বাদ দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ২৩০/২০১৭ এর ২৫/১১/২০১৯ তারিখের রায়ের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/জেবি)