এবারের সিপিএল সবচেয়ে ভালো হবে: সিপিএলের সিইও

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:০১ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ২২:৫৯

আইপিএলের আগেই শুরু হচ্ছে সিপিএল৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ সংস্করণ শুরু হবে ১৮ আগস্ট৷ আর ফাইনাল ১০ সেপ্টেম্বর৷ করোনা আবহে এটাই হতে চলেছে প্রথম বড় ক্রিকেট লিগ৷ টুর্নামেন্টটি হবে বায়ো-সিকিওর পরিবেশে দর্শকশূন্য স্টেডিয়ামে৷

টুর্নামেন্টে ছয়টি দল দুটি ভেন্যুতে মোট ৩৩টি ম্যাচ খেলবে৷ ম্যাচগুলি হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি এবং পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে৷ সেমিফাইনাল দুটি ও ফাইনাল ম্যাচটি খেলা হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। প্রথম ম্যাচটি হবে গত বছরের রানার্স গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যে৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বেডোজ ট্রাইডেন্টস শুরু করবে মৌসুমের দ্বিতীয় খেলায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে।

সিপিএল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘টুর্নামেন্টটি জৈব-সুরক্ষিত পরিবেশে বন্ধ দরজার পেছনে অনুষ্ঠিত হবে৷ টুর্নামেন্টে জড়িতদের এবং বৃহত্তর জনগোষ্ঠীকে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য একাধিক কঠোর প্রোটোকল রয়েছে।’

সিপিএল-এর সিইও ড্যামিয়েন ও’ডনহো জানিয়েছেন, ‘এই বছরটি আলাদাভাবে সিপিএল হবে৷ তবে গুণগত মানের দিক থেকে আগের চেয়ে ভালো হবে৷ দীর্ঘকালীন অনুপস্থিতির পরে এটি ফিরে আসায় সরাসরি খেলাধুলার ক্ষুধা আগের থেকে বেশি দেখছি৷ সিপিএলে মানুষের আগ্রহ আগের চেয়ে বেশি হবে। কারণ করোনা আবহে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট৷’

সিপিএল কর্মকর্তা পিট রাসেল জানিয়েছেন, ‘আমরা এই রকম কঠিন পরিস্থিতিতে এই টুর্নামেন্টটি চালিয়ে যেতে সাহায্য করার জন্য ত্রিনিদাদ ও টোবাগো সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা আনন্দিত যে, আমরা জনসাধারণ এবং খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে এমন একটি টুর্নামেন্ট দিতে সক্ষম হয়েছি। এটি এমনই একটি উচ্চমানের টুর্নামেন্ট হবে৷’

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :