কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিন মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৫:২৫ | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৪:১০

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। মঙ্গলবার হাসপাতালের সহকারী পরিচালক সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার বরুড়া উপজেলার মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৩৪)।

এদিকে করোনা ও করোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি আছে ৯৮ জন। এর মধ্যে ৪৩ জন করোনা পজিটিভ। আর এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৯ জনের।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লায় এ পর্যন্ত ৫ হাজার ২৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২২৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩৮ জনের।

(ঢাকাটাইমস/২৮জুলাই/পিএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :