চলচ্চিত্রের সমস্যা নিজেদের সমাধান করতে হবে

আসিফ আলম
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৮:২১

ইদানিং চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে বেশ আলোচোনা-সমালোচনা হচ্ছে তা আমাদের সবার জানা। আর সেই বিষয়গুলো নিয়েই ইউটিউবে দেখা যাচ্ছে অনেক জ্ঞানী জন ভিডিও বানিয়ে নানা ধরণের তথ্য দিচ্ছে।

মজার বিষয় হলো এরা চলচ্চিত্রের কেউ না। তবে কেন তারা নানা বিভ্রান্তি মুলক কথা ছড়াচ্ছে? সাধারণ জনগণ সেই সব ভিডিও দেখেই চলচ্চিত্রের প্রতি ধিক্কার দিচ্ছে। একজন বিনোদন সাংবাদিক হিসেবে আমার মতামত হলো নিজেরদের বিষয়গুলো নিজেরাই সমাধান করেন। শুধু শুধু চলচ্চিত্র ও চলচ্চিত্রের মানুষগুলকে হাসির পাত্র কেনো বানাচ্ছেন?

যারা ইউটিউবে এমন ভিডিও দিচ্ছে তারা কেবল তাদের ব্যবসা করছে এটা কেনো বুঝেন না আপনারা? আপনারা তো অনেক অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ। ইউটিউবারদের দরকার কন্টেন্ট। আজকে একজনকে নিয়ে বলছে কালকে হয়তো আপনাকে নিয়ে বলবে। এই সহজ কথা গুলো কেন আপনারা বুঝেও না বুঝার ভান ধরে আছেন? মনে রাখবেন উপরের দিকে থু থু দিলে কিন্তু নিজের গায়েই পড়ে।

একান্ত ব্যক্তিগত মতামত। কেউ ব্যক্তিগত ভাবে নিবেন না দয়া করে। সব কিছুর ইতি হয়ে জয় হউক বাংলা চলচ্চিত্রের।

লেখক: সাংবাদিক

ঢাকাটাইমস/২৮জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :