কুমিল্লায় বেতনের জন্য শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ২২:২০

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে আশা জুট মিলের শ্রমিক ও কর্মচারিরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

মঙ্গলবার কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা মহাসড়কের আড়িখোলা এলাকায় এই ঘটনা ঘটে। চান্দিনা, দেবিদ্বার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশা জুট মিলের শ্রমিকরা জানান, গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে তাদের।

চান্দিনা থানার ওসি মো.আবুল ফয়সল ও হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে। শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় মালিকপক্ষ বুধবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :