নব প্রজন্ম শিক্ষক পরিষদ’র বিবৃতি স্বাধীন গণমাধ্যমের জন্য কণ্ঠরোধী

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ০০:৪০

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’র দেওয়া বিবৃতি এবং তৃতীয় শ্রেণির এক কর্মচারী কর্তৃক শিক্ষার্থী সাংবাদিকদের কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার দুপুরে বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় পরিষদ।

নব প্রজন্ম শিক্ষক পরিষদ’র দেওয়া বিবৃতি স্বাধীন গণমাধ্যমের জন্য কণ্ঠরোধী, অনৈতিক, অনভিপ্রেত ও অনধিকার চর্চা বলে উল্লেখ করে সংগঠনটি বলেছে, কিছু নতুন শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনৈতিক ও অনধিকার চর্চা করা অত্যন্ত নিন্দনীয়। নবপ্রজন্ম শিক্ষক পরিষদ পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার চেষ্টা করছে। বঙ্গবন্ধু পরিষদ এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পি এ টু পরীক্ষা নিয়ন্ত্রক খোরশেদ আলম শিক্ষার্থীদের নিয়ে যে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন তারও নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে উত্তপ্ত করে সরকারকে যেন বেকায়দায় ফেলতে না পারে সে জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু পরিষদের বিবৃতিতে।

ঢাকাটাইমস/২৮ জুলাই/পিএল