জয়পুরহাটে করোনায় শ্রমিক নেতার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১৭:৫৫

জয়পুরহাটে করোনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব আলম মঞ্জুর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট পৌর এলাকার হারাইল মহল্লার বাসিন্দা ছিলেন। বুধবার ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন সেলিম মিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন মাহবুব আলম। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ১৭ জুলাই তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় ২২ জুলাই রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যুর হয়েছে।এদিকে জেলায় নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১১ জন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :