সিংড়ায় বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ১৮:৫৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

তেমুক নওগাঁ বাজার সংলগ্ন নাগর নদের ত্রিমোহনার অবৈধ বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ৯টায় নদের বাঁধ সংলগ্ন শিববাড়ী বাজারে সহস্রাধিক এলাকাবাসী এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য মো. রনজু মৃধা, গ্রাম্য প্রধান আব্দুল মোত্তালেব, আব্দুল জলিল, মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা রবীন্দ্রনাথের স্মৃতিজড়িত নাগর নদের ত্রিমোহনার তেমুক বাজারের অবৈধ বাঁধ অপসারণের জোড় দাবি জানিয়ে বলেন, একটি মাত্র বাঁধের কারণে সিংড়ার আত্রাই নদীর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ প্রতি বছরই বন্যা কবলিত হচ্ছে। ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল। সেখানে বাঁধ অপসারণ করে পরিকল্পিতভাবে একটি স্লুইচগেট অথবা ব্রিজ নির্মাণেরও দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)