তাড়াশে দুস্থদের চাল বিতরণে নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ২১:২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফের বরাদ্দ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ১০ কেজি করে চাল বিতরণে নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার আওতায় এ চাল বিতরণ করা হয়। এসময় ১৫৩০ জনকে চাল দেয়া হয়। কিন্ত সেখানে কোন স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই।

চাল নিতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বর্তমানে দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলার কথা থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেটি মানছেন না। গা ঘেঁষে দাঁড়িয়ে চাল নিচ্ছেন অসহায় মানুষগুলো। কারো মুখে মাস্ক নেই।

এ ব্যাপারে পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভুইয়া বলেন, বিধি-নিষেধ না মানলে কিছু করার নেই।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :