জার্মান আওয়ামী লীগের সভায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে হুঁশিয়ারি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ২২:৪৮

জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছর পূর্তিতে অনলাইনে এক সভা হয়েছে। গত সোমবার (২৭ জুলাই) এই সভায় জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু সভাপতিত্ব করেন। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল।

এছাড়া ছিলেন ইউরোপের সব দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা এবং জার্মান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, বৈশ্বিক মহামারি চলার মধ্যেও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা লন্ডনে বসবাসরত তারেক রহমানের নেতৃত্বে ষড়যন্ত্র করেই যাচ্ছে। পাশাপাশি শেখ হাসিনাকে নিয়েও তারা নানা অপপ্রচারের লিপ্ত।

জামায়াত-বিএনপি ও তাদের দোসরদেরকে ইউরোপের আইন মেনে দমন করতে ইউরোপের সব দেশের আওয়ামী লীগের নেতারা কঠোর হুঁশিয়ারি দেন।

সভায় বক্তারা এসব দেশবিরোধী চক্রকে শনাক্ত করতে ইউরোপে বসবাসরত আওয়ামী লীগের সব নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তারা বাংলাদেশের প্রচলিত আইনে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার অনুরোধ করেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবাদ সভায় জামায়াত-বিএনপি ও তাদের দোসরদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মেদ আবুল কাশেম, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিজভি আলম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব ইকবাল আহমেদ, ডাবলিন আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক অলক সরকার, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক সাংবাদিক কমরেড খন্দকারসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা।

আরও বক্তব্য দেন, জার্মান আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সিনিয়র উপদেষ্টা নুরুল ইসলাম, সিনিয়র উপদেষ্টা মহসিন হায়দার মনি, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জার্মান আওয়ামী লীগের হেসেন শাখার সভাপতি নুরে হাসনাত শিপন, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম পুলক, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহ সভাপতি আজহার হোসেন, সিনিয়র সহ সভাপতি মানিক কাইউম, সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি আসমা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জামশেস রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও তার পত্নী ডলি হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী আসিফ হোসেন দিপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোল্লা হাবিবুর রহমান (মিঠু), অর্থ বিষয়ক সম্পাদক এফ এম এইচ আলী, জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখার অন্যতম নেতা সোহেল মিয়া,জার্মান আওয়ামী লীগের স্টুটগার্ট শাখার সাধারণ সম্পাদক জনাব তৌহিদুল আলম মিলটন, মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত জাহান ঝর্ণা, জার্মান আওয়ামী যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম এবং সাধারণ সম্পাদক কায়সার উল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :