দিনাজপুরে মৃত ব্যক্তিসহ আরও ৬০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ২৩:২৬

দিনাজপুরে করোনায় .নাজিম উদ্দিন (৭০) নামে এক মৃত ব্যক্তিসহ আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে নতুন ২৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮০ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের।

জেলা সিভিল সার্জন.আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৬ জুলাই করোনা উপসর্গ নিয়ে জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের নিজ বাড়িতে মৃত্যু হয়। বুধবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১৮৩টি নমুনা পরীক্ষায় আরও ৫৯টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর পৌরসভার স্টাফ মুরাদ হোসেন ও শামিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আতাউর রহমানসহ উপজেলার ১২ জন, দিনাজপুর পুলিশ লাইনস’র তিন পুলিশ সদস্য খাদেমুল ইসলাম, ইছামিন আক্তার ও আলামিনসহ দিনাজপুর সদরের ৩৬ জন, ফুলবাড়ীর পাঁচজন, বীরগঞ্জের দুইজন, চিরিবন্দরের দুইজন, পার্বতীপুরের একজন, বিরলের একজন এবং কাহারোলের একজন রয়েছেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :