করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ১৪:৪২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আব্দুল খালেক (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। আব্দুল খালেক কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শহর ফকির আহম্মেদের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মানস কুমার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুরের আব্দুল খালেক। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেলেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৫৫ জন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :