ট্রেনে টিকিট যার, ভ্রমণ তার

মাহবুব কবির মিলন
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ১৫:৪৬

রেলের ইতিহাসে যাত্রী কল্যাণে সবচেয়ে বড় কাজটির অনুমোদন হলো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে।"টিকিট যার, ভ্রমণ তার"

এবার সামান্য কাজ বাকি। এনআইডি হুক আপ। তারপর সবাইকে নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর অনবোর্ড চেকিং। যাত্রীদের চিন্তা নেই। সাথে এনআইডি রাখার প্রয়োজন নেই।

খুব আনন্দ লাগছে। আহ! অনেক পরিশ্রমের ফসল আমাদের। "হাওয়ায় উড়বে চুল খোলা জানালায়, দৃষ্টি হারিয়ে যাবে সবুজ সীমানায়"

এটা আপনাকে মেনে নিতেই হবে যে, আগের দিন আর নেই। আপনি টিকিট ছাড়া কোনো অবস্থাতেই কমলাপুর স্টেশনে ঢুকতে পারবেন না। টিকিটের চেয়ে যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তবে তাকে রেখেই ট্রেনে উঠতে হবে। স্টেশনে আলাদা টিকিট করার কোনো অপশন নেই।

অনলাইন টিকিটিং সিস্টেম চালু করার পর স্পেশাল কন্সিডারেশনে বা ভিভিআইপি টিকিটের কোনো সুযোগ নেই। সবাইকে অনলাইনে চেষ্টা করতেই হবে। সার্ভার ম্যানিউপুলেশনের কোনো সুযোগ নেই।।

এখন আমি, আপনি, সে, তিনি অথবা স্যার। সবাই এক কাতারে। অনলাইন টিকিটিং সিস্টেমই বহাল থাকবে। আর কালোবাজারি বন্ধের ব্যবস্থাও আসছে শীঘ্রই ইনশাআল্লাহ।

আপনি নিজের পরিচয় দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে বিব্রত হবেন বা কর্মরত রেল কর্মীদের বিব্রত করবেন, তা আমরা চাই না।

লেখক: অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ে

ঢাকাটাইমস/৩০জুলাই/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :