মুজিব শতবর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০০ বৃক্ষ রোপণ

প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকার ১০০টি বৃক্ষ রোপণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চার দিনব্যাপী চলমান এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্র্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপণ করা হয়।

গত ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাষ্ট্র্রীয় অতিথি ভবন যমুনায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন । এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এনআই/ইএস)