দিনাজপুরে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৪৬

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০০:০৭

দিনাজপুরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে জেলায় আরো মৃত্যু হয়েছে ২৮ জনের৷ বৃহস্পতিবার তিনজন ব্যাংকার, দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরো ৪৬ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৪৬ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ড.আব্দুল কুদ্দুস জানিয়েছেন, বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় করোনার আক্রান্ত

মো.মোজাম্মেল হক (৬০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ২৮ জুলাই তার শরীরে করোনা ধরা পড়ে।

সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস এ প্রতিবেদককে বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হলে ৪৬টি রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অগ্রণী ব্যাংক এর স্টাফ তরিকুল ইসলাম (৩৩),হাবিবুর রহমান (৩৬) ও বজলুল কাদের (৩৭),বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্যকর্মী আতাউর রহমান (৩১) ও শামসুল আরেফিন (২৯) করোনা পজেটিভ।

ছাড়াও উপজেলা অনুযায়ী আজ নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা সদরে ২২জন,বিরামপুরে ২ জন, ফুলবাড়ীতে ৬ জন, নবাবগঞ্জে ৫ জন,বোচাগঞ্জে ৪ জন,বীরগঞ্জে একজন,চিরিবন্দরে একজন, পার্বতীপুরে দু'জন,বিরল একজন,ঘোড়াঘাটে একজন এবং কাহারোলে একজন রয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :