অধ্যাপক হলেন ৬০৯ শিক্ষক

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০৮:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে দুজন লিয়েনে থাকায় তাদের যোগদান সাপেক্ষে পদোন্নতি কার্যকর হবে।পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৪ ও ১৫তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা রয়েছেন।

গত ২৬ জুলাই বিকেলে কমিটির সভায় পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়। কিছু ভুল থাকায় তা সংশোধন করে আজ পদোন্নতিপ্রাপ্তদের সরকারি আদেশ জারি করা হয়।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ঢাকাটাইমস/৩১জুলাই/এমআর