শেরপুরের ৯ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০৯:১৪

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের নয়টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। শুক্রবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনপরচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি জামাতে দেড় থেকে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায়। নামাজের পর মুসল্লিরা গরু-ছাগল কোরবানি করছেন।

প্রাণঘাতী ভাইরান করোনার কারণে প্রত্যেকটি ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। জামাতে অংশ নেয়া মানুষ কেউ কোলাকুলি করেননি।

ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :