রাণীশংকৈল কৃষি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় একজন গ্রেপ্তার

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ১৭:৫৭

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়কে মারপিট করার ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ এজাহারভুক্ত আসামি লেমনকে(৩০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার লেমন রানীশংকৈল উপজেলা শহরের আবুল কালাম আজাদের ছেলে।

গত ২৭ জুলাই রাস্তায় সাইড নেয়াকে কেন্দ্র করে উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়কে মারপিট করে ফারুক হোসেন (৩০) ও লেমন হোসেন(২৫) নামে যুবলীগের দুজন কর্মী। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

পরে পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তারে টালবাহানা শুরু করলে গত বৃহস্পতিবার সকালে রানীশংকৈল উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় এবং উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে স্মারকলিপি দেয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/কেএম)