করোনা: জুলাইয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু, কমেছে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৯:১৪
ফাইল ছবি

কোভিড-১৯ তথা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জুলাই মাসে দেশে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৬৪ জন। গত ৮ মার্চ দেশে এই ব্যাধিতে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর এক মাসে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া জুলাইয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯২ হাজার ১৭৮ জনের শরীরে।

শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে করোনা সংক্রমিত রোগীদের মধ্যে জুন মাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৭ জনের। ওই মাসে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় ৯৮ হাজার ৩৩০ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, মে মাসে ৩৯ হাজার ৪৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আর একই মাসে এই ভাইরাসে প্রাণ হারায় ৪৮২ জন।

এপ্রিলে মাত্র ৭ হাজার ৬১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আর মারা যান ১৬৩ জন।

সবচেয়ে কম শনাক্ত রোগী ও মৃত্যু ছিল মার্চ মাসে। ওই মাসে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মৃত্যু হয় পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষন করে দেখা গেছে, দেশে করোনাভাইরাসে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি। আর বয়সভিত্তিক মৃত্যুর হিসাবে ষাটোর্ধ্ব বয়সের মানুষ বেশি মারা গেছেন।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় রহস্যজনক করোনাভাইরাসের। এরপর চলতি বছরের প্রথম দুই মাস অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে একে একে বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলেই এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হতে শুরু করে।

এক পর্যায়ে গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/৩১জুলাই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :